(ভিডিওসহ) মৌলভীবাজারে ভোট কেন্দ্র দখল,জাল ভোট প্রদান ও কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে ভোট গ্রহন শেষ হয়েছে

December 26, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ও রাজনগর উপজেলার ২০টি ইউনিয়নে ভোট কেন্দ্র দখল,জাল ভোট প্রদান ও কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে ভোট গ্রহন শেষ হয়েছে।
২৬ ডিসেম্বর পৌনে দুপুর ১২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের শমসের নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় (রাতগাঁও) ভোট কেন্দ্র দখলের চেষ্টায় নৌকার সমর্থকদের হামলায় ৫ জন মেম্বার প্রার্থীর সমর্থক আহত হয়েছেন।
আহতরা হচ্ছেন নাজিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক ও তার ভাই মুজাক্কির হোসেন আনু সহ আরও ৩ জন।
আহতদের অভিযোগ নৌকা ও মোরগ মার্কার প্রার্থীদের সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপালে চিকিৎসা নেয়া হয়। পরে পুলিশ, বিজিবি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রায় আধা ঘন্টা বন্ধ থাকার পর ভোট গ্রহণ শুরু হয়।
বেলা ৩ টার দিকে মৌলভীবাজার জেলার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোঃ আশরাফ আলী খান (ঘোড়া প্রতীক) এর এজেন্টকে নৌকার প্রার্থী ওলিউর রহমান এর এজেন্ট জোর পূর্বক বের করেন আশরাফ আলী খান। এ ঘটনায় কেন্দ্রে উত্তেজনা বিরাজ করলে প্রয় আধাঘন্টা ভোট গ্রহন বন্ধ থাকে। পুলিশের বিশেষ স্ট্রাইকিং ফোর্স কেন্দ্রে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
একই সময়ে মনুমুখ ইউনিয়নের ঘোড়াখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মোঃ আনখার মিয়ার এর সমর্থকরা চেয়াররম্যান প্রার্থী মোঃ মর্তুজার সর্মথকরা বেশ কিছু জাল ভোট প্রদান করে। এ ঘটনায় হট্টগোলের একপর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে ৩ জন আহত হয়। পরে ১২ টি ব্যালট পেপার বাতিল করা হয়। প্রায় ১ ঘন্টা ভোটগ্রহণ বন্ধ থাকার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
সকাল ৮টায় বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার ১২ টি ও রাজনগর উপজেলার ৮ ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। কনকনে শীতের কারণে শুরুতে কেন্দ্র গুলোতে ভোটারের উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে।
রোববার চতুর্থ ধাপে মৌলভীবাজার সদর উপজেলায় ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬১ জন, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে ৫৬৯ প্রতিদ্বন্ধিতা করছেন। অপরদিকে রাজনগর উপজেলায় ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে ৪২০ জন প্রতিদ্বন্ধিতা করছেন। ২০ ইউনিয়নে মোট প্রার্থী সংখ্যা ১০৮৩ জন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১২টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৯ হাজার ১৬৯ জন ও রাজনগর উপজেলার ৮ ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৭০১ জন। মোট কেন্দ্র সংখ্যা রয়েছে ১৯১টি।
শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়া র‌্যাব, বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে নির্বাচনী এলাকায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com