মৌলভীবাজারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম কর্তৃক জাতীয় শোক দিবস পালিত
স্টাফ রিপোর্টার ॥ ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজার সার্কিট হাউসে ১৫ আগষ্ট সোমবার বিকালে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর আয়োজনে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর সহকারি পরিচালক মাকসুদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিহির কান্ত দেব, সাধারণ সম্পাদক পংকজ রায় মুন্না। সুপারভাইজার মোঃ আজিজুল হক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর শিক্ষক সাংবাদিক পিন্টু দেবনাথ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে বিশেষ প্রার্থনা অনুষ্টিত হয়। প্রার্থনা পরিচালনা করেন নিরঞ্জন গোস্বামী।
মন্তব্য করুন