মবশ্বির-রাবেয়া ট্রাষ্টের উদ্যোগে ফ্রি হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত : অংশ নেন ১৪০ জন হজ যাত্রী

April 21, 2025,

স্টাফ রিপোর্টার : হজ যাত্রীদের হজ পালন সহজতর করার লক্ষে মৌলভীবাজারে দিনব্যাপী ফ্রি হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও মবশ্বির-রাবেয়া ট্রাস্ট্রের আয়োজনে শহরের রুমেল কমিউনিটি সেন্টারে আজ সকালে দিনব্যাপী হজ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাইল হোসেন। বিকেলে ২১ এপ্রিল সোমবার সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার হজ পালনে সহায়ক হিসেবে হজযাত্রীর হাতে উপহার হিসেবে তুলে দেন হজ নির্দেশিকা, পিঠের ব্যাগ, কোমরের বেল্ট, সেন্ডেলের ব্যাগ, পাসপোর্টের ব্যাগ, হাওয়া বালিশ, মিছওয়াক ও কাংকরের ব্যাগ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্ট্রের অন্যতম পরিচালক সৈয়দ হুমায়েদ আলী শাহীন ও এস এম উমেদ আলী।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা মক্কা নগরীর অদূরে আরাফাতের ময়দানে সমবেত হবেন ধর্মপ্রাণ মুসলমান। সেখানে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে উঠেবে চার দিক। হজের দিন আরাফাতের ময়দান অভিমুখে ঢল নামবে হজযাত্রীদের। কেউ পায়ে হেঁটে, কেউ বাসে করে আবার কেউ কেউ ট্রেনে যাবেন আরাফাতের ময়দানে।
তিনি আরও বলেন, আপনারা যারা পবিত্র পালনে যাচ্ছেন তারা সু-ভাগ্যবান। অনেকের প্রচুর পরিমান সম্পদ আছে ইচ্ছে প্রকাশ করলেও তারা হজে যেতে পরছেন না। হজের দিন বা হজের আগে তীব্র গরম থাকতে পারে সে ব্যাপারে সবাই সতর্ক থাকতে হবে। হজ পালনে যাতে ব্যঘাত না ঘটে এ বিষয়ে সবাই সতর্ক থাকতে হবে। হজ পালন শেষে আরাফত ময়দান থেকে যখন হাজি সাহেবরা ফিরবেন তারা নিষ্পাপ শিশুর মতো ফিরবেন। এসময় তিনি হজের মাসলা-মাসায়েল তথা নিয়ম-পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, কোন দুর্নীতিবাজ, লুটেরা, সুদখোর বা ঘুসখোর যখন হারাম শরীফে গিয়ে বলে, আল্লাহ আমি হাজির। তখন ফেরেশতারা সমস্বরে বলতে থাকেন, তোমার হাজিরা কবুল হয়নি। আবার অনেকেই হজ শেষে দেশে ফিরে ঘুস, দুর্নীতি চালিয়ে যান। তাদের হজ করে কোন লাভ নেই। ধরে নিতে হবে হজ পালনের তার মধ্যে বিন্দুমাত্র ছুঁয়া লাগেনি।
তিনি আরও বলেন, যে কোন প্রশিক্ষণ মানুষকে অভিজ্ঞতা দিতে সহায়ক হয়। যত বেশি মনোযোগ সহকারে হজ প্রশিক্ষণ গ্রহণ করা যাবে, হজের আনুষ্ঠানিকতা পালন তত বেশি সহজ হবে।
দিনব্যাপি প্রশিক্ষণে হজের মাসলা-মাসায়েল তথা নিয়ম-পদ্ধতি সম্পর্কে ফ্রি প্রশিক্ষণ প্রদান করেন হজ-উমরা ও জিয়ারত বিষয়ক প্রশিক্ষক তানভির হোসাইন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের উপ-পরিচালক মোঃ ফারুক আলম, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ, সাবেক উপজেলা ভাইন চেয়ারম্যান আহমেদ বেলাল, সাংবাদিক মু. ইমাদ উদ-দীন, মো: শাহজাহান মিয়া, সাবেক অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমন, সাবেক ব্যাংক কর্মকর্তা জিয়াউল হক বুলবুল, সৈয়দ আজিজুল হক তুহেল, সৈয়দ জাহিদ আলী, সৈয়দ তালহা আহমদ সহ অন্যান্যরা।
প্রশিক্ষণে মৌলভীবাজার জেলাসহ পাশ্ববর্তী হবিগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১৪০ জন হজ যাত্রী অংশগ্রহণ করেন। এছাড়ার অংশগ্রহনকারীর সাথে আসা আরও শতাদিক আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে নারীদের জন্য আলাদা ব্যবস্থা ছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com