(ভিডিও সহ) মৌলভীবাজারে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত

February 21, 2025,

স্টাফ রিপোর্টার : যথাযোগ্য মযাদা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে মৌলভীবাজারে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে।
রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের স্বরণ করে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এসময় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামে। এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। ফুলে ফুলে ভরে উঠে শহীদ বেদী।
পুষ্পমাল্য দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন, জেলা প্রশাসকের পক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছাম্মৎ শাহিনা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাজ উদ্দিন।
এদিকে জেলা পুলিশের পক্ষে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামসুল হক।

জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ।
মৌলভীবাজার প্রেসক্লাব, যুবদল, ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র, ফায়ার সার্ভিস, জনস্বাস্থ্য প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, গণপুর্ত বিভাগ, সদর হাসপাতাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com