মৌলভীবাজারে মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস পালিত

March 27, 2021,

পলি রানী দেবনাথ॥ মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধ ও গনকবরে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরনে পুষ্পস্তবক অর্পন করেন মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম সহ স্ব স্ব প্রতিষ্ঠানে সরকারি, আধা-সরকারি, স¦ায়ত্বশাসিত এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।
২৬ মার্চ সকালে মৌলভীবাজার স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। পরে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, কারারক্ষী, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস, গার্ল গাইডস, কাবস, ইয়েলো বার্ডস, শিশু-কিশোর সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র/ ছাত্রীর কুচকাওয়াজ ও শারিরীক কসরত প্রদর্শনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পৌরসভা মেয়র ফজলুর রহমান প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com