মানবজমিনের রজতজয়ন্তীতে মৌলভীবাজারে কেক কাটা, আলোচনা সভা ও বর্ণঢ্য র্যালী
স্টাফ রিপোর্টার॥ বাংলা ভাষায় প্রথম রঙিন ট্যাবলয়েড দৈনিক মানবজমিনের ‘রজতজয়ন্তী’ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলায় পাঠক প্রিয়তায় প্রচার সংখ্যায় এগিয়ে থাকা মানবজমিনের রজতজয়ন্তী অনুষ্ঠান পাঠকদের মিলনমেলায় পরিণত হয়। নানা শ্রেণী পেশার মানুষের সরব উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে আয়োজিত অনুষ্ঠানমালা।
বুধবার ১৫ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাব হলরুমে দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীনের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিবের সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়াম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ¦ ফজলুর রহমান, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার জামাল উদ্দিন, জেলা জজ আদালতের পিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি ডা: ছাদিক আহমদ, লেখক ও গবেষক ছাদেক আহমদ, প্রবীণ সাংবাদিক সৈয়দ রুহুল আমীন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমদ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ মহসীন পারভেজ, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ।
মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক ও নিউজ টুয়েনন্টি ফোরের মৌলভীবাজার প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ আবদাল হোসেন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম, ইহাম মোজাহিদ, ইমন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শুরুর অনেক আগে থেকেই ফুলের তোড়া নিয়ে মানবজমিন পরিবারকে অভিবাদন জানাতে প্রেসক্লাবে ছুটে আসেন পাঠক, শুভাকাঙ্খি, এজেন্ট, বিজ্ঞাপনদাতাসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শুরু হবার আগেই হল রুম, অফিস কক্ষ ও আঙ্গিনা নির্দিষ্ট আসন পূর্ণ হয়ে যায়।
ফুলেল শুভেচ্ছা জানান সামাজিক সংগঠন স্পন্দন, মৌলভীবাজার সাইকেলিং কমিউনিটি, আনন্দ পাঠশালা, গার্লসগাইড, দূর্জয়ক্লাব, ঊষার আলো, কালেরকন্ঠ শুভসংঘ, শেখ বুরহানউদ্দিন (র:) ইসলামিক সোসাইটি, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ,আব্দা বহুমুখী সংস্থা,জাতীয় ছাত্র সমাজ, এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ, টেলিভিশন সাংবাদিক ফোরাম মৌলভীবাজার, পাতাকুঁড়ির দেশ পাঠক ফোরাম, গুরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশন
আলোচনা সভায় বক্তারা বলেন যে চ্যালেঞ্জ নিয়ে মানবজমিনের সম্পাদক এই পত্রিকাটির যাত্রা শুরু করেছিলেন তিনি সফল হয়েছেন। পাঠকদের ভালোবাসা ও সার্বিক সহয়োগিতায় মানবজমিন আজ ২৫ বছর পূর্ণ করতে পেরেছে। মানবজমিন শুরু থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বলেই পাঠকের আস্তা অর্জন করতে পেরেছে। তাদের ছোট্ট শব্দে শিরোনাম আর সহজ ও পরিচিত শব্দে সংবাদ লিখনি সর্বশ্রেণীর পাঠক সহজ ভাবেই পড়তে ও গ্রহণ করতে পারেন।
আর মানবজমিন একটি সংবাদের পেছনে লেগে থেকে ধারাবাহিক ফলোআপ সংবাদ প্রকাশ করে নেপথ্যের খবর জনসম্মুখে তোলে ধরে। এটি তাদের পাঠক প্রিয়তার এক অনন্য দৃষ্ঠান্ত। সম্পাদক থেকে প্রতিনিধি সবাই সংবাদ সংগ্রহ থেকে পরিবেশনে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার পরিচয় দেন।
অনুসন্ধানী সংবাদের দূর্যোগের সময়ও মানবজমিনের দেশ সেরা অনুসন্ধানী সংবাদ পাঠকদের আশান্বিত ও আস্তাশীল করে। বক্তারা বলেন মানবজমিনের সম্পাদক এজেলার গর্বের সম্পদ। তিনি মৌলভীবাজার সরকারি কলেজের নির্বাচিত ভিপি ছিলেন। তিনি ছাত্রজীবন থেকে ন¤্র,ভদ্র,স্মাট ও সৃষ্টিশীল মানুষ ছিলেন। এ জেলার ছাত্ররাজনীতির অতীত ঐতিহ্যের সাথে তাঁর স্মৃতি ও সুনাম জড়িয়ে রয়েছে।
তাঁর লেখা লেখি ও শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে এজেলায়। তাঁকে বীর মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে বলেন মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর বিরুদ্ধে জেলা শহরে মিছিল ও প্রতিরোধ গড়ে তোলার অপরাধে পাকিস্তানী মিলেটারী বাহিনী তাঁকে ধরে নিয়ে প্রাণে হত্যা করতে চেয়েছিলো। সেদিন আল্লাহর রহমতে তিনি প্রাণে বেঁচে ফিরেছিলেন।
বক্তারা বলেন, তাঁরও এজেলার প্রতি আন্তরিকতায় আমরা মুগ্ধ। মানবজমিন এজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রতিনিয়তই সংবাদ পরিবেশন করছে। এজন্য এজেলার পাঠকরাও পত্রিকাটিকে তাদের আপন করে নিয়েছেন। তারা রজতজয়ন্তীতে সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও মাহবুবা চৌধুরীসহ মানবজমিন পরিবারের সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
শেষে এক বর্ণাঢ্য র্যালি প্রধান অতিথি ও বিশেষ অতিথির নেতৃত্বে প্রেসক্লাব প্রাঙ্গন থেকে বের হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন