মৌলভীবাজারে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ও করণীয় বিষয়ে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান (ভিডিওসহ)
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে শহীদ পন্ডিত সারদা-অনন্দা স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ও আমাদের করণীয় আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ জুলাই দুপুরে মৌলভীবাজার পৌর অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ।
বিএসএমএমইউ হেপাটোলজি বিভাগের প্রধান ডা. মামুন আল মাহতাব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান, শহীদ পন্ডিত সারদা-অন্নদা স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক কবি সৌমিত্র দেব, কবি শাহিদা ইসলাম, মুক্তিযুদ্ধের গবেষক ও লেখক সরওয়ার আহমদ সহ অন্যন্যরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শহীদ পন্ডিত সারদা-অন্নদা স্মৃতি ফাউন্ডেশন পরিবারের সদস্য কল্যাণী দাশ গুপ্ত।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের অনন্য আলোকচিত্রী ও সাবেক রয়টার্স এর বাংলাদেশ প্রতিনিধি রফিকুর রহমানকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিরা। ওই সময় রফিকুর রহমান মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে স্মৃতি চারণমূল বক্তব্য রাখেন।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
মন্তব্য করুন