মৌলভীবাজারে ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে জেলা দাবা লীগের উদ্বোধন
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে প্রথমবারের মতো শুরু হলো ‘মুজিব শতবর্ষ’ মৌলভীবাজার জেলা দাবা লীগ। বুধবার ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে প্রধান অথিতি হিসেবে দাবা লীগের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় ও বিশেষ অথিতি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশের সার্বিক তত্বাবধানে জেলা দাবা লিগে ৮টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো-ডায়মন্ড ক্লাব, ওযয়ান্ডারার্স ক্লাব, ইলেভেন স্টার ক্লাব, কনফিডেন্স ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, ক্লাব সানফ্লাওয়ার, মাহদিস ইলেভেন, আনবিটেন ইলেভেন ক্রিকেট ক্লাব। দাবা লীগটি পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এবারই প্রথম বাংলাদেশ দাবা ফেডারেশনের অনুপ্রেরণায় বাংলাদেশ পুলিশের পৃষ্ঠপোষকতায় সারাদেশে জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে ‘মুজিব শতবর্ষ’ জেলা দাবা লিগের খেলা শুরু করা হয়েছে।
মন্তব্য করুন