মৌলভীবাজারে মেয়র কাপ উন্মুক্ত দাবা প্রতিযোগিতার উদ্ভোধন ৮ অক্টোবর
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা দাবা সমিতির আয়োজনে ও পৌর মেয়র ফজলুর রহমানের পৃষ্ঠপোষকতায় ৮ অক্টোবর শনিবার থেকে প্রথম বারের মতো মেয়র কাপ উন্মুক্ত দাবা প্রতিযোগিতার শুভ উদ্ভোধন হতে যাচ্ছে।
৮ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে উন্মুক্ত এই দাবা প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। উপমহাদেশের প্রখ্যাত গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ ঐদিন একসাথে ৬০ জন দাবাড়–র সাথে এক প্রদর্শনী দাবা খেলার মাধ্যমে মেয়র কাপের শুভ সূচনা করবেন। উক্ত প্রতিযোগিতায় গ্রান্ড মাস্টারের সাথে রোমাঞ্চকর দাবা চ্যালেঞ্জে অংশ নিয়ে মুহুর্তটিকে স্মরণীয় করতে আহবান জানিয়েছেন মৌলভীবাজার জেলা দাবা সমিতির সভাপতি এডভোকেট মুশতাক আহমদ মম্ ও সম্পাদক আবুল কালাম। আগ্রহী অংশগ্রহণকারীদের জন্য ২শ টাকা ও স্কুল, কলেজের শিক্ষার্থীদের জন্য ১শ টাকা এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে। সুইসলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় ১ম থেকে ৫ম স্থান অর্জনকারীদেরকে প্রাইজমানি ও সনদপত্র প্রদান করা হবে। আগ্রহী দাবাড়–রা এডভোকেট মুশতাক আহমদ মম্, মোবাঃ ০১৭১১-৯৪৫৪৯১, মোঃ আবুল কালাম, মোবাঃ ০১৭১২-৬২৭৮১৮, সৈয়দ হেলাল আহমদ, মোবাঃ ০১৭১২-৯৮৭২৩৬, মোঃ সামছুদ্দিন আহমদ নজরুল, মোবাঃ ০১৭১১-৯৮৪০৭৮ এই নাম্বার গুলোতে যোগাযোগ করতে জেলা দাবা সমিতির পক্ষ থেকে অনুরুধ জানানো হয়েছে।
মন্তব্য করুন