মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ঈদুল ফেতর পালিত (ভিডিও সহ)
স্টাফ রিপোর্টার॥ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীজের মধ্য দিয়ে ঈদুল ফেতর পালিত। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) টাউন ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এর পর একই স্থানে আরো ২টি ঈদুল ফেতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। কয়েক হাজার ধর্মপ্রান মুসল্লি নামাজ আদায় করেন।
বৃহস্পতিবার ৭ জুলাই সকাল ৭ টায় প্রথম জামাত, ৮টায় দ্বিতীয় জামাত ও ৯ টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।
প্রথম জামাতে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পৌরসভার মেয়র ফজলুর রহমান সহ নানা শ্রেনী ও নানা পেশার ধর্মপ্রাণ মানুষ মুসলিরা নামাজে অংশ নেন।
১ম জামাত জামাতে ইমামতি করবেন মুফতি শামছুল ইসলাম, পেশ ইমাম, জেলা জামে মসজিদ। ২য় ইমামতি করবেন করবেন মাওঃ মোঃ মহিবুর রহমান, খতিব, পশ্চিমবাজার জামে মসজিদ। ৩য় জামাতে ইমামতি করবেন মুফতি শামচ্ছুজ্জোহা, পেশ ইমাম, সুলতানপুর, জামে মসজিদ।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যানে মোনাজাত করা হয়। পরে সবাই ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
ঈদ উপলক্ষে ঈদগাহ ময়দান ও আশপাশের সড়কগুলো সাজানো হয় নতুন সাজে। রাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে রয়েছে আলোকসজ্জারও ব্যবস্থা।
মন্তব্য করুন