মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ২০২৫ পালিত
March 26, 2025,

স্টাফ রিপোর্টার : যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান স্বাধীনতা মহান দিবস ২০২৫ নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। বুধবার ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
ফুল দিয়ে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, জামায়েত, তাদের অঙ্গ সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠন। পরে সকাল সাড়ে ৮টায় এম সাইফুর রহমান স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক।
পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুচকাওয়াজ ও শারিরীক কসরত প্রদর্শনে অংশ নেয়।
মন্তব্য করুন