মৌলভীবাজারে যুবলীগের সম্মেলন
ইমাদ উদ দীন॥ মৌলভীবাজারে আওয়ামী যুবলীগের ৭২টি ওর্য়াডসহ ৮টি ইউনিয়নের নতুন কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছড়াকার ওবায়দুর রহমান ছালিক জানান সদর উপজেলার অন্য ৪টি ইউনিয়নের যুবলীগের ওর্যাড কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই অবশিষ্ট ৪ ইউনিয়নের কমিটি অন্য ইউনিয়নের মত কাউন্সিলের মাধ্যমে ঘোষণা করা হবে। তিনি জানান সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ড সম্মেলন শেষে ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
১৮ ডিসেম্বর রাতে গিয়াসনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়াসনগর ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাজ্জাদূর রহমান মনাইয়ের সভাপতিত্বে ও যুবলীগ নেতা গোলাম মোশারফ টিটোর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাহিদ আহমদ। সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল্লাহ আফজল এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ওবায়দুর রহমান ছালিক। সম্মেলনে ৯টি ওয়ার্ডের যুবলীগ নেতা-কর্মিরা অংশ গ্রহণ করেন। সম্মেলনে কাউন্সিল অধিবেশনে জুনেদুর রহমান জুনেদকে সভাপতি এবং রেজাউর রহমান রাজুকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
চাঁদনী ঘাট ইউনিয়ন: সদর উপজেলার চাঁদনী ঘাট ইউনিয়নের ৯টি ওয়ার্ড সম্মেলন শেষে ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
৯ ডিসেম্বর বিকেলে চাঁদনীঘাট ইউনিয়ন প্রাঙ্গনে ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ মইন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুকুল দে ও যুবনেতা কামরুল ইসলাম সোহানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাহিদ আহমদ। সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল্লাহ আফজল এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ওবায়দুর রহমান ছালিক।
নাজিরাবাদ ইউনিয়ন: সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ৯টি ওয়ার্ড সম্মেলন শেষে ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
১২ ডিসেম্বর রাতে গোবিন্দপুর বাজার সংলগ্ন মাঠে ইউনিয়ন যুবলীগের সভাপতি মুফিদুল ইসলাম মসিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মুহিত আলীর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র ফজলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাহিদ আহমদ। সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল্লাহ আফজল এবং প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ওবায়দুর রহমান ছালিক। সম্মেলনে ৯টি ওয়ার্ডের যুবলীগ নেতা-কর্মিরা অংশ গ্রহণ করেন। সম্মেলনে কাউন্সিল অধিবেশনে মুফিদুল ইসলাম মসিদকে সভাপতি এবং সৈয়দ মুহিত আলীকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কনকপুর ইউনিয়ন: সদর উপজেলার কনকপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড সম্মেলন শেষে ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ১৫ ডিসেম্বর বিকেলে স্থানীয় কনকপুর বাজারে ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সাঈদ রুপিয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ জুবেরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন সদর উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল্লাহ আফজাল। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মো: আক্তারুজ্জামান । প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ওবায়দুর রহমান ছালিক। সম্মেলনে ৯টি ওয়ার্ডের যুবলীগ নেতা-কর্মিরা অংশ গ্রহণ করেন।সম্মেলনে কাউন্সিল অধিবেশনে শাহরীয়ার মুকিত শাহী কে সভাপতি এবং এডভোকেট মোস্তাক আহমদকে সাধারণ সম্পাদক করে ৬১টি সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
মন্তব্য করুন