মৌলভীবাজারে যেসব জনপ্রতিনিধি অপসারণ হলেন

August 20, 2024,

স্টাফ রিপোর্টার॥ সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলায় ও অপসারণ হলেন জেলা পরিষদ চেয়ারম্যান, ৭ জন উপজেলা চেয়ারম্যান ও ৫ জন পৌর মেয়র।

অন্তবর্তীকালীন সরকারের আদেশে অপসারণকৃতরা হলেন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান। সাত উপজেলা পরিষদ চেয়ারম্যানরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন, রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান খাঁন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক খাঁন সাহেদ, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি ও বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান আজির উদ্দিন।

পাঁচ পৌর মেয়ররা হলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন ও বড়লেখা পৌরসভার মেয়র আবু ইমাম কামরান চৌধুরী।

মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়েছেন জেলা প্রশাসক, ডাক্তার ঊর্মি বিনতে সালাম।

মৌলভীবাজার জেলার ৫ জন পৌরসভার প্রশাসক হলেন- মৌলভীবাজার সদর পৌরসভায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কর্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মল্লিকা দে,  শ্রীমঙ্গল পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাহিনা আক্তার, কুলাউড়া পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল সালাম চৌধুরী, কমলগঞ্জ পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মেহনাজ ফেরদৌস, বড়লেখা পৌরসভায় সহকারী কমিশনার (ভুমি) বড়লেখা মোহাম্মদ আসলাম সারোয়ার।

এদিকে জেলার ৭টি উপজেলা পরিষদে চেয়ারম্যান অপসারণের পর ওইসব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com