মৌলভীবাজারে রবীন্দ্র জয়ন্তী উদযাপন
স্টাফ রিপোর্টার॥ ২৫ শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জয়ন্তী পালন করেছে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসন।
৮ মে রোববার সন্ধ্যায় একুশে শতকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা’-শীর্ষক আলোচনা সভায় একাডেমি মিলনায়তনে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিকদার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। কালচারাল অফিসার জ্যোতি সিনহার সঞ্চালনায় কবিগুরুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, নাট্যকার আব্দুল মতিন, লেখক, গবেষক মাহফুজুর রহমান, সৈয়দ নওশের আলী খোকন প্রমুখ।
পরে দলীয় সঙ্গীত পরিবেশন করে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পী মৌমিতা সিনহা, উপমা উর্বশী, মানিনি দাশ, প্রজ্ঞা লাবণী সেন, পরমা দেব এবং অদিতি ধর। এরআগে দলীয় এবং একক নৃত্য ও গান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।
মন্তব্য করুন