(ভিডিও সহ) মৌলভীবাজারে রাত্রিকালীন গ্রাম বাংলার ঐতিয্যবাহী কাবাডি প্রতিযোগিতা শুরু
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের ভাদগাঁও এলাকায় গ্রাম বাংলার ঐতিয্যবাহী রাত্রিকালীন কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮ ঘটিকায় ভাদগাঁও দশমৌজা যুব সমাজের আয়োজনে কাবাডি খেলার উদ্বোধন করেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। কনকপুর ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আখতারুজ্জামান, মডেল থানার ওসি (তদন্ত) পরিমল দে সহ অন্যান্যরা। বক্তব্য রাখেন রাজন আহমদ, জুবায়ের আহমদ।
প্রথম দিনের খেলায় হঠাৎ আক্রমন দল বনাম দজবালী বাবাডি দলের মধ্যে অনুষ্ঠিত হয়। নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত খেলায় জেলার বিভিন্ন এলাকা থেকে ১৬টি দল অংশ নেয়।
কাবাডি প্রতিযোগীতার সার্বিক সহযোগীতায় ছিলেন আমেরিকা প্রবাসি ও সাবেক কনকপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রোকন আহমদ।
মন্তব্য করুন