মৌলভীবাজারে শহরে হঠাৎ বন্ধ গ্যাস জনদুর্ভোগ
স্টাফ রিপোর্টার॥ শহরে আকস্মিকভাবে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুর্ভোগে পড়েছেন শহরবাসী। গ্যাসের অভাবে শহরের কয়েক হাজার লোক সময়মত ইফতার আয়োজন করতে পারেননি। অনেকে পরিবার দোকান-পাট থেকে ইফতারি সংগ্রহ করেন। কেউবা আবার শুধু পানি ও ফল দিয়েও ইফতার করেন। এ নিয়ে শহরের রোজাদার লোকজনের মাঝে চরম ক্ষোভ দেখা দেয়।
২১ জুন মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাসের এ অচলাবস্থা ছিল। সন্ধ্যার পর থেকে পাইপ লাইনে আবার গ্যাস সরবরাহ শুরু হয়। এদিকে হঠাৎ বাসাবাড়ির গ্যাসের চুলোগুলো বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েন লোকজন।
অনেকেই শহরের বিভিন্ন হোটেল থেকে বানানো ইফতারি এনে কোনো রকমে ইফতার সারি। জালালাবাদ গ্যাস অফিসের ম্যানেজার সঞ্জীব ভোষণ দেব জানান, শাহাজিবাজার গ্যাস ফিল্ড থেকে সরবরাহ বন্ধ রাখায় এই আকস্মিক সংকট দেখা দেয়। এতে শহরে প্রায় ৬ হাজারের মত আবাসিক গ্রাহক। ও শতাধিক বাণিজ্যিক গ্রাহক রয়েছেন।
মন্তব্য করুন