(ভিডিওসহ) মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রদীপ প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত

December 14, 2021,

স্টাফ রিপোর্টার॥ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মৌলভীবাজারে প্রদীপ প্রজ্বল ও আলোচনা সভার মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়।
মঙ্গলবার ১৪ ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় স্মৃতিসৌধে জেলা প্রশাসনের উদ্যোগে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানানো হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকবদার,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, নাট্যকার আব্দুল মতিন প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটুসহ বীরমুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com