মৌলভীবাজারে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা
স্টাফ রিপোর্টার॥ মঙ্গলবার ৯ জুলাই থেকে শুরু হয়েছে মৌলভীবাজার জেলায় এইচএসসি, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা। সারাদেশে একইসাথে পরীক্ষা শুরু হলেও টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারে তৃতীয় দফায় বন্যা হওয়ায় ৩০ জুন পরীক্ষার পরিবর্তে এইচএসসি পরীক্ষা ৯ জুলাই মঙ্গলবার থেকে শুরু হয়েছে এইচএসসি, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা।
জেলায় তিনটি শিক্ষা বোর্ডের অধীনে ২৪ টি কেন্দ্রে ১৮ হাজার একশত ৭৯ জন পরিক্ষার্থী দিচ্ছেন। জেলা শহরের মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার মহিলা কলেজ ও কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজে পরীক্ষা কেন্দ্র ঘুরে পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে উদ্বেগ ও উৎকন্ঠার কথা জানা গেছে। প্রতিবছর নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হলেও এবার বন্যা পরিস্থিতির কারনে দেরীতে শুরু হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে ছন্দপতন হয়েছে বলে জানিয়েছেন। পরীক্ষা কেন্দ্রের বাহিরে অপেক্ষমান অভিবাবক জাহিদ মিয়া বলেন, এবারে বন্যায় বাড়িতে পানি বন্ধি থাকার কারনে মেয়ের লেখাপড়ায় ব্যাঘাত ঘটেছে যার কারনে পরীক্ষায় ভাল ফলাফল নিয়ে চিন্তায় আছি।এইচএসসি পরীক্ষার্থী প্রথমা রায় বলেন, দেরীতে পরীক্ষা শুরু হওয়ায় কিছুটা চিন্তায় ছিলাম, তারপরেও ভাল ফলাফল নিয়ে আশাবাদী।
মন্তব্য করুন