(ভিডিও সহ) মৌলভীবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা
ওমর ফারুক নাঈম॥ ‘কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগান নিয়ে সদর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে মৌলভীবাজারে শুরু হয়েছে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা।
২৭ মার্চ সোমবার সকালে মৌলভীবাজার উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন।
এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহাজাহান, উপজেলা কৃষি অফিসার সুব্রত কান্তি দত্ত।
সভায় ১৩০০ জন কৃষকের মধ্যে বীজ, সার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। ২৭ থেকে ২৯ মার্চ পর্যন্ত তিনদিন ব্যাপী চলবে এ মেলা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষির উন্নয়ন বিষয়ে কৃষকদের সচেতন ও আগ্রহ বাড়াতে মেলায় বসেছে বিভিন্ন ধরনের ষ্টল ।
মন্তব্য করুন