মৌলভীবাজারে শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন মধ্যদিয়ে শেষ হলে ৫ দিনব্যাপী দূর্গোৎসব

October 13, 2024,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে বিজয়া দশমীতে শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়  ধর্মীয় দূর্গোৎসব শেষ হয়েছে।

রোববার ১৩ অক্টোবর বিকেল থেকে জেলা সদরে প্রতিটি পূজা মন্ডপ থেকে ট্রাক, পিকআপ ভ্যানে করে প্রতিমা নিয়ে সমবেত হন শহরের চৌমোহনাস্থ কালী মন্দির প্রাঙ্গনে। সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শঙ্খ, ঢাক ঢুলের ছন্দ আর তরুনদের গান ও নৃত্যে শোভাযাত্রায় বাড়তি মাত্রা যোগ করে ভক্তদের আনন্দ উৎসবে। দেবীকে ভক্তি জানাতে রাস্তার দু’পাশে দর্শনার্থীরা ভীড় জমান। পরে একে একে প্রতিটি পূজা মন্ডপের প্রতিমা মনুনদীর চাঁদনীঘাটে গিয়ে প্রতিমা বিষর্জনের মধ্যদিয়ে শেষ হয় এবারের দূর্গা উৎসব। এবছর মৌলভীবাজার জেলা ১০০৩ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়। এদিকে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com