(ভিডিও সহ) মৌলভীবাজারে শ্রীশ্রী জগন্নাথ দেব এর রথযাত্রা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ ধর্মী ভাবগাম্ভির্য পরিবেশে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে মৌলভীবাজারে পালিত হচ্ছে শ্রীশ্রী জগন্নাথ দেব এর শুভ রথযাত্রা উৎসব।
রবিবার ২৫ জুন বিকেলে ৪টায় সৈয়ারপুর ইসকন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজা অর্চনা শেষে শহরে বর্ণাঢ্য সংকীর্তন শোভা যাত্রা বের হয়। এতে হিন্দু ধর্মের কয়েক শত ভক্তরা অংশ গ্রহন করেন। নারী পুরুষ মিলে পূর্নের আশায় রথের রশি টেনে নিয়ে যান। এ সময় কলা ও বাতেশা দিয়ে জগন্নাথের নামে লুট দেন ভক্তরা। সংকীর্তন শোভা যাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়েছে।
একই সময়ে মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার মদনমোহন জিউর আখড়া থেকে বের হয় রথযাত্রা। রথযাত্রায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের এমপি সৈয়দা সায়রা মহসীন এমপি, মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আশু রঞ্জন দাশ, জেলা কমিটির সাধারন সম্পাদক রাধা পদ দেব সজল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক পংকজ রায় মুন্নাসহ অনেকে উপস্থিত ছিলেন।
অপরদিকে শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ জগন্নাথ জিউর আখড়া থেকে বের হয় আরও একটি বিশাল রথযাত্রা। এ রথ যাত্রায় অংশ নেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব ও ডা: হরিপদ রায়। একই সময়ে শ্রীমঙ্গল রুপসপুর এলাকা থেকে ইসকন এর উদ্যোগে বেরহয় আরও একটি বিশাল রথযাত্রা। এ রথ টানের উদ্বোধন করেন শ্রীমঙ্গলের বিশিষ্ট সমাজসেবী শ্রী গোপেন্দ্র দাশ। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, বকুল পাল মহালদার, ইউপি চেয়ারম্যার ভানু লাল রায়, আশিষ রঞ্জন দে ও দ্বাদশ গোপাল। এর আগে ইসকনের উদ্যোগে রুপসপুর দূর্গাবাড়িতে বিশ্বশান্তি কামনায় আয়োজন করাহয় যজ্ঞানুষ্ঠান। ইসকন এই রথযাত্রা উৎসবকে সামনে রেখে আগামী ৯দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাধির আয়োজন করেছে বলে জানান, এর আয়োজক দ্বাদশ গোপাল।
মন্তব্য করুন