মৌলভীবাজারে শ্রীশ্রী জগন্নাথ দেব এর রথযাত্রা অনুষ্ঠিত
স্টাফ রিপোটার॥ প্রতিবছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভির্য পরিবেশে মৌলভীবাজারে পালিত হচ্ছে শ্রীশ্রী জগন্নাথ দেব এর শুভ রথযাত্রা উৎসব।
৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে ৫টায় সৈয়ারপুর ইসকন মন্দিরে শ্রীশ্রী জগন্নাথ দেবের পূজা অর্চনা শেষে শহরে বর্ণাঢ্য সংকীর্তন শোভা যাত্রা বের হয়। শোভা যাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়েছে। একই সময়ে শহরের কালি মন্দির ও মদনমোহন জিউর আখড়া থেকে আরো দু’টি রথযাত্রা বের হয়ে শহরের গুরুত্ব পূর্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে হিন্দু ধর্মের কয়েক শত শত ভক্তরা অংশ গ্রহন করেন। নারী পুরুষ মিলে পূর্ণের আশায় রথের রশি টেনে নিয়ে যান। এ সময় কলা ও বাতেশা জগন্নাথের নামে দেন ভক্তরা।
রথযাত্রায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাধা পদ দেব সজল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক পংকজ রায় মুন্না,,পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন