মৌলভীবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। বৃক্ষরোপণ সচেতনতায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষ রোপন ও চারা বিতরণ কার্যক্রম পালিত হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসন এবং মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের এর আয়োজনে রোববার ৩১ জুলাই সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে এম সাইফুর রহমান অডিটরিয়ামে প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথির হিসেবে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ। পরে এম সাইফুর রহমান অডিটরিয়ামে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী।
মেলা উপলক্ষে ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। মেলায় মোট ২০ টি স্টল বসেছে। সপ্তাহব্যাপী মেলা চলবে ৬ আগষ্ট পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
মন্তব্য করুন