মৌলভীবাজারে স’মিল শ্রমিক সংঘের সভা
স্টাফ রিপোর্টার॥ স’মিল শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এক শ্রমিক সভা থেকে স’মিল সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম মজুরি, ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদানসহ শ্রমআইন কার্যকর এবং কর্মক্ষেত্রে ও সামাজিকক্ষেত্রে সার্বিক নিরাপত্তার দাবিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। শুক্রবার রাতে শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে জেলা স’মিল শ্রমিক সংঘের সভাপতি মোঃ আরজান আলীর সভাপতিত্বে অনুষ্টিত সভা থেকে এই আহবান জানানো হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, স’মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স’মিল শ্রমিক সংঘ শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মাখন বক্ত, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, সদর উপজেলা কমিটির আহবায়ক মোঃ ছালিক মিয়া, জুড়ী উপজেলা কমিটির প্রচার সম্পাদক মোঃ আব্দুল্লাহ, টেংরাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি সাদা মিয়া, মুন্সীবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মনফর আলী ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান, রমজান আলী, আব্দুল মজিদ, ফটিক বক্ত, ছালামত মিয়া, খোকন মিয়া, কাজল কুমার বাক্তি প্রমূখ।সভায় বক্তারা বলেন দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ২০১৪ সালে স’মিল সেক্টরে কর্মরত শ্রমিক কর্মচারীদের জন্য নি¤œতম মজুরি ঘোষণা করা হলেও এখনও অধিকাংশ স’মিলে নি¤œতম মজুরির গেজেট কার্যকর হয়নি। শুধু তাই নয় স’মিল শ্রমিকরা দৈনিক ৮ ঘন্টা কর্মদিবসসহ দেশের প্রচলিত শ্রম আইনের সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত। স’মিল সেক্টরে শ্রমিকদের কাজের কোন নির্দিষ্ট কর্মঘন্টা নাই, অর্জিত ছুটি, চিকিৎসা ছুটি, উৎসব ছুটিসহ শ্রমআইনের ন্যূনতম সুযোগ-সুবিধাও কার্যকর করা হয় না। সাপ্তাহিক ছুটি প্রদান করা হলেও অধিকাংশ ক্ষেত্রেই ছুটির দিনের মজুরি দেওয়া হয় না। শ্রমআইনে নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদান বাধ্যতামূলক হলেও মালিকরা এসবের ধারধারেন না। স’মিল শ্রমিকদের যেমন নেই কাজের পোষাক, মাক্স, চশমা, গ্লাভস, তেমনি প্রতিষ্টানে ক্রেন ও ট্রলি না থাকায় স’মিল শ্রমিকরা অমানবিক পরিশ্রম করে বিরাট বিরাট গাছ টেনে মেশিনে তুলতে গিয়ে প্রায়ই দূর্ঘটনার শিকার হন। কিন্তু মালিকরা আহত শ্রমিকদের ক্ষতিপুরণ বা উপযুক্ত চিকিৎসা খরচ প্রদান করেন না। সভায় আগামী ১৩ জানুয়ারী স’মিল শ্রমিক সংঘের সিলেট বিভাগীয় সম্মেলন ও ২৫ ফেব্রুয়ারি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর ৭ম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্তব্য করুন