মৌলভীবাজারে সরকারি দপ্তর প্রধানদের সাথে সিলেটের বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময়

December 19, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার সকল  রাজনৈতিক নেতা সুশিল সমাজের প্রতিনিধি ও সরকারি দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোহাম্মদ রেজা উন নবী।

বুধবার ১৮ ডিসেম্বর জেলা প্রশাসনের আয়োজনে দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে  এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম সেবা, সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, জেলা বিএনপির আহবায়ক মো: ফয়জুল করিম ময়ুন, সদস্য মিজানুর রহমান, জেলা জামায়াতের আমীর মো. শাহেদ আলী, সেক্রেটারি ইয়ামীর আলী, জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ, প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব সহ জেলার সকল দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোহাম্মদ রেজা উন নবী বলেন, সরকারী প্রতিটি দপ্তরের কর্মকর্তারা বিগত সরকারের সময়ে ঘুষ, নিয়োগ বানিজ্য এবং দুর্নীতিতে সমান অংশিদার ছিলেন। এ সময় তিনি দুর্নীতি না করে দেশের প্রতি ভালোবাসা দিয়ে সিলেট বিভাগের উন্নয়নে মৌলভীবাজার বাসীর সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com