চক্ষু হাসপাতাল ও সরকারী খাস জমিতে অবৈধ নির্মান কালে বিদ্যুতের তারে জড়িয়ে নির্মান শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরতলীর মাতারকাপন এলাকায় বিএনএসবি চক্ষু হাসপাতাল ও সরকারী খাস জমি জোরপূর্বক দখল করে অবৈধ নির্মান কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার ১১ জুলাই দুপুর ১ টার দিকে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের পশ্চিম পার্শ্বে শ্রমিক মৃত্যুর এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দখলকৃত সরকারী ভূমিতে দেয়াল নির্মাণ শেষে গেইটের কাজ চলছে। গেইটের উপরের কাজ করার সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনে জড়িয়ে আনোয়ার মিয়া (২৪) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত আনোয়ার মিয়া রাজনগর উপজেলার কদমহাটা এলাকার বাসিন্দা।
নির্মাণ শ্রমিক সেলিম মিয়া জানান, ‘দুপুরে নির্মানাধিন গেইটে কাজ করার সময় অসাবধানতাবসত বিদ্যুতের লাইনে জড়িয়ে যায় আনোয়ার। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।’
মৌলভীবাজার সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ ফজলুল করিম চৌধুরী জানান, ‘উক্ত ভূমির উপর অবৈধ ভাবে জোরপূর্বক স্থাপনা নির্মান করেন লন্ডন প্রবাসি আবদুল মালিক মিয়াধন মিয়ার পুত্র আবু ছালে মোহাম্মদ সুয়েব। এ বিষয়ে তিনি গত ১ জুন মৌলভীবজার মডেল থানায় সরকারী জমি রক্ষায় সহয়োগীতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি লিখিত অভিযোগ করা হয়। কিন্তু পুলিশ অভিযোগ পেয়ে কোন ব্যবস্থা না নেয়ায় সর্ব শেষ অবৈধ ভাবে গেইট নির্মানের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু হলো।
মৌলভীবাজার ২৫০ শয্যা হাপাতালের আবাসিক মেডিকেল অফিসার পলাশ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় লাশটি ময়না তদন্ত ছাড়াই তার আতœীয়স্বজন নিয়ে গেছে।
মন্তব্য করুন