মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস : প্রতিদিন শীতের তীব্রতা বাড়ছে
স্টাফ রিপোর্টার॥ গত কয়েক দিন থেকে এ অঞ্চলে ক্রমশ তাপমাত্রা নীচে নামতে শুরু করেছে। টানা কনকনে শীত ও হিমেল হাওয়া কারনে মৌলভীবাজারের মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছে । ১৮ ডিসেম্বর সোমবার সকাল ৯ টায় শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিনের ন্যায় বিকেল হলে শীতের তীব্রতা বেড়ে তা সকাল পর্যন্ত তা অব্যাহত থাকছে। শীতের কারণে সবচেয়ে বেশী ছিন্নমুল ও দিনমজুররা পড়েছেন সীমাহীন ভুগান্তিতে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক মোঃ মুজিবুর রহমান জানান, সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রার এ অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে।
শীতজনিত রোগে প্রতিদিন মৌলভীবাজার সদর হাসপাতাল ও উপজেলা হাসপাতালের আউটডোরে শিশু ও বয়স্কদের ভীর বেড়েছে। এ ছাড়াও হাসপাতালে নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভীর প্রতিদিন ভাড়ছে।
মন্তব্য করুন