মৌলভীবাজারে সাহিত্য আড্ডা
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ২৪ নভেম্বর সন্ধ্যায় সাহিত্যের ছোট কাগজ খনন ও ঋতুপত্র এর আয়োজনে সূফি কবি মাওলানা জালালুদ্দীন রূমীর জীবন ও নবান্নের কবিতা পাঠ বিষয়ক আড্ডা অনুষ্ঠিত হয়।
খনন সম্পাদক গভেষক দীপঙ্কর মোহান্ত ও কবি জয়নাল আবেদীন শিবুর যৌথ সঞ্চালনায় ‘মাওলানা জালালুদ্দীর রূমীর জীবন ও কবিতা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন সাহিত্যকর্মী সাকী সায়ন্ত। প্রবন্ধের উপর আলোচনা করেন গভেষক মাহফুজুর রহমান, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি ডা. এম আহাদ, অধ্যক্ষ মো. শাহজাহান, প্রফেসর সায়্যিদ মুজিব, লন্ডনপ্রবাসী কবি আতাউর রহমান মিলাদ, সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব।
পরে নবান্নের কবিতা পাঠে অংশগ্রহণ করেন মোশাহিদ আহমদ চুন্নু, কবি জাহাঙ্গীর জয়েস, কবি মুজাহিদ আহমদ, সুভিনয় রায় শুভ, ইমন পাল প্রমুখ।
এছাড়া আড্ডায় সাংবাদিক, কবি, সাহিত্য ও সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেনÑ সূফিবাদী জীবনধারা ও এর চর্চা কমে যাওয়ায় ধর্মীয় উগ্রবাদ বৃদ্ধি পাচ্ছে। ধর্মীয় বিদ্ধেষ ও ভোগবাদ বিশ্বকে অস্থির করে তুলছে। বর্তমান সময়ে মরমী সূফি, সাধক ও দরবেশদের ত্যাগ ও নির্মোহ জীবন পদ্ধতির অনুসরণ ও চর্চা খুবই প্রয়োজন।
মন্তব্য করুন