(ভিডিও সহ)মৌলভীবাজারে সুচির কুশপুত্তলিকা দাহ
স্টাফ রিপোর্টার॥ মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম গণহত্যা,বর্বর নির্যাতন,সম্পদ লুন্টন,ধর্ষণ ও রোহিঙ্গাদের গ্রামে অগ্নিকান্ডের প্রতিবাদে ও তাদেরকে নিরাপদে ফিরিয়ে নেয়ার দাবিতে নাগরিক সমাজ মৌলভীবাজার এর উদ্যোগে ১৬ সেপ্টেম্বর শনিবার সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে ঘন্টা ব্যাপি মানববন্ধন শেষে জেলার সর্বস্থরের জন সাধারণ অং সান সুচির কুশপুত্তলিকা দাহ করে সুচির ফাঁসি চাই বলে নানা স্লোগান দেয়। এসময় আন্দোলনকারীরা সুচির নোবেল পুরুষ্কার ফিরিয়ে নিতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,
বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, সমাজ সেবক ও লেখক ছাদেক আহমদ, সংবাদিক ও সমাজ সেবক ডাঃ ছাদিক আহমদ, সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ, এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, আ.স .ম ছালেহ সুহেল, মাওলানা আব্দুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ, জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন, যুক্তরাজ্য কমিউনিটি নেতা মকিস মনসুর আহমদ,
দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার) মু, ইমাদ উদ-দীন, এ্যাডভোকেট হাফেজ আব্দুল হালিম, হাফেজ তাজুল ইসলাম, এমদাদুল হক, আহমদ উর রহমান ইমরান, মাহিরুল ইসলাম মাহির, রুহিন আহমদ, মেরাজ চৌধুরী, এম এ সামাদ, রুয়েল চৌধুরী, জুবায়ের আলী আহমদ ও শাকিল আহমদ প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। যদি রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন বন্ধ না হয়, তাহলে বাংলাদেশের নাগরিক সমাজকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলে মায়ানমারকে আন্তজার্তিক বিশ্ব থেকে এক ঘরে করে দিতে হবে। এজন্য বাংলাদেশ সরকারকে মিয়ানমারের উপর কূটনৈতিক ও আন্তর্জাতিক চাপ বাড়ানোর দাবি জানান। দেশের সকল জনগণকে মিয়ানমারের পণ্য বর্জন করার আহবান জানান বক্তারা। সমাবেশে রাজনীতিবীদ, আইনজীবী, ব্যবসায়ী,সাহিত্যিক, সংবাদকর্মী, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, সমাজকর্মী, সাংস্কৃতিকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।
মন্তব্য করুন