মৌলভীবাজারে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ !

August 31, 2024,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলায় বাসা-বাড়ীসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে সমস্যায় পড়েছেন হাজার হাজার গ্রাহকরা।

বৃহস্পতিবার, ২৯ আগস্ট সকাল থেকে মৌলভীবাজারের কালাপুরে শেভরন গ্যাস ফিল্ডে যান্ত্রিক ত্রুটির কারণে এই সংকট দেখা দেয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুস সালাম চৌধুরী জানান, কাজ চলছে। দুপুর ২টার মধ্যে গ্যাসের সমস্যার সমাধান হবে। জালালাবাদ গ্যাস মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী মো: ছানোয়ার হোসেন বলেন, গতকাল রাতে কালাপুরের শেভরন গ্যাস ফিল্ডে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে আমরা পাইপ দিয়ে হবিগঞ্জের সঙ্গে যুক্ত করি, যার করনে গ্যাসের চাপ কমে যায়।

জালালাবাদ গ্যাস মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের তথ্যমতে, মৌলভীবাজার সদরে প্রায় ৭ হাজার গ্রাহক। তাদের মধ্যে বাণিজ্যিক গ্রাহক ৭০০। গ্রাহকদেও হতাশ না হওয়ার জন অনুরোধ জানিয়েছেন জালালাবাদ গ্যাস ডিষ্টিবিশন মৌলভীবাার আঞ্চলিক কতৃপক্ষ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com