মৌলভীবাজারে হরতালের সমর্থনে কাপনের কাপড় নিয়ে সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে নিহত ও হামলার প্রতিবাদে মৌলভীবাজারে হরতাল পালন করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
রোববার ২৮ মার্চ দূপুরে হরতালের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে হরতাল সমর্থকরা। দূপুরে হেফাজত নেতা মাওলানা আহমেদ বেলালের নেতৃত্বে সদর উপজেলার দূর্লভপুর এলাকায় কাপনের কাপড় মাথায় বেঁধে প্রায় ৩ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা মোদি বিরোধী স্লোগান দেয় ও সড়কের উপর যোহরের নামাজ আদায় করে। পৃথক ভাবে শহরের কুসুমবাগ এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেরীরপার এলাকায় গিয়ে আবার সড়ক অরোধকরে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আহমদ বেলাল, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা জিয়া উদ্দিন, মাওলানা আফজল হামিদী, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা সৈয়দ সাইফুর রহমান, হাসান আহমদ খান, জাকির হোসেন, মুফতি হাবিবুর রহমান শামীম, মাওলানা আব্দুল মগনী, মাওলানা মোজাহিদুল ইসলাম কালাপুরী প্রমুখ।
জেলার সবক’টি উপজেলায় বিক্ষোভ মিছিল ও পথসভা শান্তিপূর্ণভাবে পালন করে হেফাজত নেতাকর্মীরা।
মন্তব্য করুন