মৌলভীবাজারে হাতি দিয়ে ‘চাঁদাবাজি
মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার শহরে হতি দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। তবে হাতির মাহুত বলছেন, এটা চাঁদা নয় হাতির জন্য বকশিস। কী কারণে এ বকশিস তা জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।
২৭ নভেম্বর রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, বিশালাকার একটি হাতি নিয়ে শহরের বিভিন্ন সড়কের দোকানগুলোতে উপস্থিত মাহুত জসিম মিয়া (৩৫)। প্রত্যেকটি দোকানের সামনে হাতিটি শুঁড় এগিয়ে দিচ্ছে। শুঁড়ে গুজে দেওয়া টাকা তুলে দিচ্ছে হাতির পিঠে থাকা মাহুত জসিমের হাতে। টাকা দিলেই কেবল শুঁড় সরিয়ে আনে। না হলে দোকানের মালামাল নষ্ট করার চেষ্টা করে। পুরাতন সড়কের এক ব্যবসায়ী বলেন, মাহুত জসিম হাতি নিয়ে আমার দোকানে এসে টাকা দিতে বলে। মালামাল রক্ষায় হাতির শুঁড়ে ২০ টাকা দিই কিন্তু হাতি টাকা ছুড়ে ফেলে। পরে ৫০ টাকা দিয়ে ছাড়া পাই। এ বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলামকে জানালে বলেন এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন