(ভিডিওসহ) মৌলভীবাজারে ১০০৭টি পূজামন্ডপে মহা সপ্তমী পূজা পালন হচ্ছে, ব্যতিক্রমী মন্ডপে পূর্ণার্থীদের সংখ্যা বাড়ছে
October 2, 2022,
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার সার্বজনীন ও ব্যক্তিগত মিলে ১০০৭টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দেবী দূর্গার মহা সপ্তমী বিহিত পূজা। রোববার সকাল থেকেই মন্ডপে মন্ডপে উলুধ্বনি, শঙ্খ ও চ-িপাঠে মুখরিত হয়ে ওঠেছে। বিভিন্ন এলাকা থেকে পূর্ণার্থীরা পূজা করতে আসছেন মন্ডপে।
মৌলভীবাজারে ব্যতিক্রমী আয়োজনে শহরের সৈয়ারপুরের ত্রিণয়নী মন্ডপে বুর্জ খলিফার আদলে ১২০ ফুট উচ্চ নান্দনিক বাঁশ ও কাপড়ের তৈরি টাওয়ার, ব্যাতিক্রমী সাজ-সজ্জা করেছে মহেশ্বরী ও আবাহন। এছাড়াও রাজনগরের পাঁচগাঁওয়ে লাল রং এর প্রতিমা ও কুলাউড়ার কাদিপুরে হাজারও হাতের প্রতিমা। এসব ব্যতিক্রমী মন্ডপে পূর্ণার্থীদের সংখ্যা বাড়ছে।
দূর্গাপূজা সুষ্টু ও শান্তিপুর্নভাবে পালনের লক্ষ্যে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
মন্তব্য করুন