(ভিডিওসহ) মৌলভীবাজারে ১৯৭১ সালে মাইন বিস্ফোরণে নিহত ২৪ জন মুক্তিযোদ্ধদের স্মরণে শহীদ দিবস পালিত

December 20, 2021,

স্টাফ রিপোর্টার॥ ১৯৭১ সালে এই দিনে (২০ ডিসেম্বর) মৌলভীবাজারে পাকবাহিনীর ফেলে যাওয়া মাইন বিস্ফোরনে ২৪ জন শহীদ মুক্তিযোদ্ধার স্মরনে স্থানীয় শহীদ দিবস পালিত হয়েছে।
সোমবার ২০ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মাইন বিস্ফোরনে নিহত শহীদ মুক্তিযোদ্ধার নাম ফলকের সম্মুখে পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিছবাউর রহমান, মৌলভীবাজার পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার সহ বিভিন্ন পদমর্যাদার সরকারি কর্মকর্তাবৃন্দ।
পরে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদদের নাম ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
৭১ সালে এই দিনে বিজয়ের ৪ দিনের মাতায় যখন মুক্তিযোদ্ধারা বাড়ীতে ফেরার উদ্দ্যেশে জড়ো হতে থাকেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মুক্তিযোদ্ধা ক্যা¤েপ। হঠাৎ পাক বাহিনীর ফেলে রাখা মাইন বিস্ফোরণে কেঁপে উঠে বিদ্যালয় এলাকা। এ ঘটনায় ২৪ জন মুক্তিযোদ্ধা মারা যান। এরপর থেকে দিনটিকে স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করেন মৌলভীবাজারবাসী ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com