মৌলভীবাজারে ৩য় দফা বন্যায় এমবিএম বিজনেস গ্রুপের ব্যাপক ক্ষয়ক্ষতি
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে ৩য় দফা বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে ইউকেবিসিসিআই প্রেসিডেন্ট ডাক্তার এম জি মৌলা মিয়ার মালিকানাধীন এমবিএম বিজনেস গ্রুপ বিডি’র রাজনগর উপজেলার সব প্রতিষ্ঠান। এতে আনুমানিক অন্ততঃ ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। অচীরেই ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণের কাজ শুরু হবে। নিরুপণ শেষে ক্ষয়ক্ষতির পরিমান আরও বাড়তে পারে বলে জানিয়েছেন এমবিএম বিজনেস গ্রুপ বিডি’র অন্যতম দায়িত্বশীল মুজিবুর রহমান।
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মৌলা পয়েন্টে রয়েছে এমবিএম বিল্ডার্স মার্ট ও এমবিএম রিক্রুটিং এন্ড ট্রাভেল এজেন্সি। সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকার মূল কার্যালয়ও রয়েছে এখানেই। আর, রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়কে রয়েছে এমবিএম এগ্রো ইন্ডাষ্ট্রী। সবগুলো প্রতিষ্ঠানের অধিকাংশ পণ্য ও এক্সেসরিজ, অধিকাংশ মালামাল, মেশিনারিজ, আসবাবপত্র, সকল কম্পিউটার ও কম্পিউটার এক্সেসরিজ, সকল কাগজপত্র ইত্যাদি ব্যাপক ক্ষতিগ্রস্থ ও প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। ভবনগুলো ক্ষতিগ্রন্থ হবার পাশাপাশি বন্যার পানির তোড়ে ভেঙ্গে গেছে মৌলা পয়েন্টের এমবিএম বিল্ডার্স মার্ট কমপ্লেক্সের পিছনের সীমানা প্রাচীরের একাংশ। ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে প্রতিষ্ঠানগুলোর নিজস্ব পরিবহণগুলোও। এককথায়, এমবিএম বিজনেস গ্রুপ বিডি’র রাজনগর উপজেলার সব প্রতিষ্ঠান এমনভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে যে, মেরামত ও নতুনভাবে সংযোজন ব্যতিত সেগুলো আর চালু করা সম্ভব হবেনা। প্রতিষ্ঠানগুলো মেরামত ও নতুনভাবে সংযোজনপূর্বক পুণরায় চালু করতে বিপুল পরিমান অর্থ ও অনেক সময় লেগে যাবে। এমতাবস্থায়, প্রয়োজনীয় সরকারী সহায়তা পেলে, প্রতিষ্ঠানগুলো মেরামত ও নতুনভাবে সংযোজনপূর্বক দ্রুততম সময়ের মধ্যেই পুণরায় চালু করা সম্ভব হবে। নতুবা প্রতিষ্ঠানগুলো পুণরায় চালু করা প্রায় অনিশ্চিত। প্রতিষ্ঠানগুলোতে কর্মরতরা হয়ে পড়বেন বেকার। তাই, এমবিএম বিজনেস গ্রুপের চেয়ারম্যান ড. এম জি মৌলা মিয়া এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন।
মন্তব্য করুন