(ভিডিওসহ) মৌলভীবাজারে ৪টি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শুরু
স্টাফ রিপোর্টার॥ সারা দেশের ন্যায় মৌলভীবাজারে ৪টি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ভাবে ৭ জানুয়ানি সকাল ৮ ঘটিকা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। ৪টি আসনে মোট ২২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে নির্বাচনের আগের দিন মৌলভীবাজার-১ আসনের লাঙ্গল প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়ান। মোট ভোটার ১৫ লক্ষ ১৬ হাজার ৫‘শ ৯৬ জন।
সকাল সোয়া ৮টায় স্বতন্ত্র প্রার্থী কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এ.কে.এম শফি আহমদ সলমান নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোট দেন। তৃনমুল বিএনপি প্রার্থী এম এম শাহীন রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন।
মৌলভীবাজার-১, ৩ ও ৪ এই তিন আসনে নৌকার প্রার্থীর সাথে কোন শক্ত প্রার্থী না থাকায় নৌকার প্রার্থীরা বিজয়ের পথে। তবে মৌলভীবাজার-২ আসনে হাড্ডা হাড্ডি লড়াই হবে আওয়ামীলীগ, স্বতন্ত্র ও তৃণমুল বিএনপি প্রার্থীর মধ্যে।
জেলা প্রশাসক জানান, দুর্গম ও দূরত্ব বিবেচনায় ভোটের আগের দিন ১৮৩টি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়। বাকী ৩৬৬ টি কেন্দ্রের ব্যালট পেপার আজ সকালে পাঠানো হয়।
আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি ভোট কেন্দ্রে ২ জন করে পুলিশ সদস্য ও ১২ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছে। জেলা পুলিশের অধীনে মোবাইল স্ট্রাইকিং ও স্ট্যান্ডবাই টিম মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও সেনাবাহিনী, বিজিবি-৪৬ ও বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে।
মন্তব্য করুন