মৌলভীবাজারে ৪৬ বিজিবির উদ্যোগে বন্যার্তদের উদ্ধার ও  খাদ্য সামগ্রী বিতরণ

August 22, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমা বিওপি এলাকায় বন্যার্তদের জরুরী উদ্ধার তৎপরতা চালিয়েছে বিজিবি। একই সাথে  বন্যার্তদের মধ্যে  শুকনো খাবারও বিতরণ করা হয়েছে।

বুধবার সন্ধ্যায়  শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ৪৬ বিজিবি’র পক্ষ হতে ইসলামপুর এলাকায় দুই শতাধিক বন্যার্তদের মাঝে বিজিবির  শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ৪৬ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, (বিএসপি, পিএসসি), সহকারী পরিচালক মো. জামাল হোসেনসহ বিজিবির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

৪৬ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার জানান, বিজিবি সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, যে সকল বিওপি এলাকায় বন্যা দেখা দিয়েছে প্রত্যেক এলাকায় বৃহস্পতিবার ত্রান দেয়া হবে এবং তা অভ্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com