(ভিডিওসহ) মৌলভীবাজারে ৭ দফা দাবিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের গণঅনশন
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে ৭ দফা দাবি আদায়ের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে চলছে সকাল-সন্ধ্যা গণঅনশন।
শনিবার ২২ অক্টোবর সকাল থেকে জেলা পৌরপার্ক সংলগ্ন মুক্তমঞ্চে সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচি শুরু হয়।
জানা গেছে, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, পার্বত্য সম্পত্তি পত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের লক্ষ্যে দেশব্যাপী এই গণঅনশন কর্মসূচি পালিত হচ্ছে।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নকুল দাস বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই সকাল-সন্ধ্যা গণঅনশন পালিত হচ্ছে। এই কর্মসূচিতে জেলা, সদর উপজেলা, রাজনগর উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। গণঅনশনে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা একাত্মতা প্রকাশ করেন বলে তিনি জানান।
মন্তব্য করুন