মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাথে রাজনগর থানার ওসি’র মতবিনিময় অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে রাজনগর থানার নবাগত ওসি শ্যামল বণিকের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর সোমবার সকালে রাজনগর থানায় অনুষ্ঠিত এ মতবিনিময়কালে ওসি শ্যামল বণিক জেলার সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন- রাজনগর থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। ছোটখাটো কিছু সমস্যা রয়েছে- যা সুশীল সমাজসহ সকলের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে নির্ণয় করে সমাধানের চেষ্টা চলছে। কেউ আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির জেলা সাধারন সম্পাদক, দূর্ণীতি মক্তকরণ বাংলাদেশ ফোরামের জেলা সিনিয়র সহ-সভাপতি, দৈনিক খবরপত্র ও দি এশিয়ান এইজ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক শ. ই. সরকার জবলু রাজনগর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যাপারে সম্ভব সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন এবং সন্ত্রাস, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ ইত্যাদি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আহবায়ক মশাহিদ আহমদ, যুগ্ন-আহবায়ক বিশিষ্ট লেখক ও কলামিষ্ট এহসান বিন মুজাহির, যুগ্ন-আহবায়ক শাহ মাসুম বিল্লাহ ফারুকী, দৈনিক কাজিরবাজার পত্রিকার জেলা প্রতিনিধি এম.এ. হাকিম, ফটোনিউজবিডি ডটকমের সম্পাদক ও বাংলানিউজ ২৪ ডটকমের জেলা প্রতিনিধি এমদাদুল হক, দুর্নীতি মুক্তকরন বাংলাদেশ ফোরামের জেলা সাধারন সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জিতু তালুকদার, নিউজ দেশবাংলা ২৪ ডটকমের সিলেট ব্যুরোচীপ মোঃ আব্দুল বাছিত খাঁন, মিলেনিয়াম টিভির জেলা প্রতিনিধি মাহমুদ এইচ খাঁন, দৈনিক দেশকাল পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মুকিদ ইমরাজ প্রমুখ।
মন্তব্য করুন