মৌলভীবাজার ইম্পিরিয়েল কলেজের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ইম্পিরিয়েল কলেজের একাদশ শ্রেনির ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১২ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশিদের সভাপতিত্বে এবং কোঅর্ডিনেটর সিতাব আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ সৈয়দ ফজলুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের পদার্থ বিজ্ঞান বিষয়ের সাবেক বিভাগীয় প্রধান সৈয়দ মুজিবুর রহমান, ইম্পিরিয়েল কলেজের চেয়ারম্যান শাহরিয়ার আলম শিপার, মৌলভীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক সৈয়দ নজরুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন আব্দুল খালিক, জহিরুল ইসলাম জাকির, আলাউদ্দিন।
শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন দেবতোষ সিংহ চৌধুরী, তাহমিনা আক্তার জাহান, পংকজ কান্তি চক্রবর্তী, হেলাল আহমদ, করিম হোসেন, সাইদুর রহমান, হাফেজ তাজুল ইসলাম, নাসরিন আক্তার, মুফিদুল ইসলাম, নজরুল ইসলাম, কোহিনুর তরফদার।
নবীন ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে তাহসিনা তাবাসসুম ও উত্তম কুমার।
অনুষ্ঠান শেষে ২য় বর্ষের ছাত্রদের কলেজকে নিয়ে তৈরী একটি গানের উদ্বোধন করেন উপস্থিত অতিথিবৃন্দ।
মন্তব্য করুন