মৌলভীবাজার গন-গন্থাগার উদ্যোগে শির্ক্ষাথীদের মধ্যে রচনা ও বই পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরন
স্টাফ রিপোর্টার॥ বিজয় দিবস/১৫,২১ফেব্রুয়ারী/১৬,১৭মার্চ বঙ্গবন্ধুর জন্ম ও জাতীয় শিশুদিবস/১৬,স্বাধিনতা দিবস/১৬ইং পালন উপলক্ষে জেলা গন-গন্থাগার এর উদ্যোগে স্কুল কলেজের শির্ক্ষাথীদের মধ্যে রচনা, সুন্দর হাতের লিখা ও বই পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়েছে। ২৬ এপ্রিল শ্রীমঙ্গল বিকেলে মৌলভীবাজার জেলা গন-গন্থাগার পাঠকক্ষে পুরস্কার বিতরণ করা হয়। জেলা গন-গন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান জালাল উদ্দিন এর সভাপতিত্বে এবং জেলা গন-গন্থাগার পাঠকক্ষ সহকারী আব্দুল কাইয়ুম এর উপস্থাপনায় পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল ওয়াদুদ চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক সম্পাদক নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার শাহমোস্তফ (রা) কলেজের অধ্যক্ষ মুশফিকুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ। পুরস্কার বিতরন সভায় বক্তব্য রাখেন পুরস্কৃত আবু ছিদ্দিক ভুঞা,সাবিনা ইয়াসমিন,জালাল আহমদ প্রমুখ। পরে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।
মন্তব্য করুন