মৌলভীবাজার চক্ষু হাসপাতালের ৬ কোটি টাকা মূল্যের জমি দখলে নিচ্ছে ভূমিখেকো : প্রতিবাদে মানববন্ধ ও সমাবেশ
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রায় ৬ কোটি টাকা মূল্যের ভূমি একটি ভূমিখেকো মহল জোরপূর্বক দখল করার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে সর্বস্তরের মানুষ।
২৬ মে বৃহস্পতিবার দূপুরে চক্ষু হাসপাতালের ভূমি রক্ষা কমিটি অয়োজনে শহরের চৌমুহনায় এলাকায় প্রায় দেড় ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক এএম ইয়াহিয়া মুজাহিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, মৌলভীবাজার টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এডভোকেট রাধাপদ দেব সজল, জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, শিক্ষাবিদ সাইয়্যেদ মুজিবুর রহমান, পৌর কাউন্সিলার বায়েছ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন হাসপাতাল কর্তৃপক্ষ মৌলভীবাজার মডেল থানায় একাধিকবার ভূমি রক্ষার জন্য সহযোগীতা চেয়েও কোন প্রকার সহায়তা পাননি। এ অবস্থায় জাতীয় মানের এ প্রতিষ্ঠানটি হুমকির মূখে পড়েছে। হাসপাতালের জমি রক্ষা ও সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহবান জানান বক্তারা।
মন্তব্য করুন