মৌলভীবাজার জাসদের সুবর্ণজয়ন্তী উদযাপন

October 31, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে । পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিনভর প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজন ছিল।
৩১ অক্টোবর সোমবার দুপুরে মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচির শুরু হয়। এরপর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সাইফুর রহমান অডিটোরিয়াম এসে শেষ হয়। দুপুরে এই মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নজরুল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি আব্দুল হক।
বক্তারা বলেন, ১৯৭২ সাল থেকে ২০২২ পর্যন্ত জাসদ গৌরবোজ্জ্বল সংগ্রামের ৫০ বছর অতিক্রম করেছে। ফলে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর ডাক হলো- জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবেলা করা, নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়ানো, দুর্নীতি ও বৈষম্যের অবসান এবং সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে যাওয়া।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com