মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সার্জেন্ট মোস্তাফিজুর রহমান
স্টাফ রিপোর্টার॥ ৩য় বারের মতো মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সদর ট্রাফিকের সার্জেন্ট মোস্তাফিজুর রহমান।
বুধবার ১০ জুলাই দুপুরে পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ সার্জেন্টের পুরস্কারের ক্রেস্ট তার হাতে তুলে দেন সভার সভাপতি পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম-বার।
জানা যায়, ট্রাফিক ম্যানেজমেন্ট, যানজট নিরসন, অবৈধ যান আটক, নিষিদ্ধ হর্ন জব্দ, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক, বিভিন্ন ত্রুটি সম্পূর্ণ যানে সর্বাধিক মামলাসহ ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার বিশেষ অবদান রাখায় তাকে অভিন্ন মানদ-ের আলোকে জেলার শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে নির্বাচিত করা হয়।
সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন প্রমুখ।
এক প্রতিক্রিয়ায় সার্জেন্ট মোস্তাফিজুর রহমান বলেন, কাজের এই স্বীকৃতি আগামী দিনে আরও ভালো কাজ করতে আমাকে অনুপ্রাণিত করবে।
মন্তব্য করুন