(ভিডিওসহ) মৌলভীবাজার জেলার ৪টি আসনের বিপরীতে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন পেয়েছেন ৮ জন

November 27, 2018,

স্টাফ রিপোর্টার॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি আসনে বিএনপির নেতৃত্বাধিন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মোট ৮ জনকে মনোনয়ন দেয়া হয়েছে। এই ৮ জন থেকে ৪ জনকে প্রার্থী রাখা হবে। তবে কোন ৪ জন ধানের শীষ নিয়ে প্রতিদন্ধিতা করবেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছেনা। ধারণা করা হচ্ছে ৯ ডিসেম্বর কোন ৪ জন প্রার্থী ধানের শীষ নিয়ে লড়াই করতে মাঠে থাকবেন তাদের নাম জানা যাবে।
যাদের মনোনয়ন দেয়া হয়েছে তারা হলেন :-
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী ও শিল্পপতি নাসির উদ্দিন মিঠু ।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) বিএনপির নেতৃত্বাধিন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে একক মনোনয়ন পেয়েছেন ডাকসুর সাবেক ভিপি এবং সাবেক এমপি সুলতান মোঃ মনসুর আহমদ।
মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান পুত্র জেলা বিএনপির সভাপতি এবং সাবেক এমপি এম নাসের রহমান। এ আসনে এম নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসের মনোনয়ন পেয়েছেন।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন হাজী মুজিবুর রহমান মুজিব ও তার পুত্র আশিক মুঈদ চৌধুরী। এ আসন থেকে বিএনপির নেতৃত্বাধিন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন পেয়েছেন জেলা গন ফোরাম সভাপতি অ্যাডভোকেট শান্তি পদ ঘোষ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com