মৌলভীবাজার জেলার ৯৬৯টি পূজামন্ডপে মহা সপ্তমী পূজা পালন হচ্ছে

October 23, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার বিভিন্ন মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দেবী দূর্গার মহা সপ্তমী বিহিত পূজা। মৌলভীবাজার জেলায় এবার ৯৬৯টি পূজামন্ডপে পূজা হচ্ছে।  এ বছর জেলায় সার্বজনীন পূজামন্ডপ ৮৪২টি এবং ব্যক্তিগত ১২৭টি রয়েছে।
২৩ অক্টোবর শুক্রবার করোনাভাইরাসের কারণে এবারে স্বাস্থ্যবিধি মেনে অনেক কিছু সংক্ষিপ্ত করে পূজা করতে হচ্ছে আয়োজকদের। এদিকে পূজার প্রস্তুতি দেখতে মৌলভীবাজারের জেলা প্রশাসক নাহিদ আহসান ও পুলিশ সুপার ফারুক আহমদ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। ২৬ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা।
দূর্গাপূজা সুষ্টু ও শান্তিপুর্নভাবে পালনের লক্ষ্যে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে পূজা শুরুর পূর্ব থেকে শেষ পর্যন্ত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com