(ভিডিওসহ) প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ লক্ষ টাকার স্বাস্থ্য সুরক্ষা উপকরন বিতরণ
জনি বেগম॥ কোভিড-১৯ (করোনা ভাইরাস) মোকাবেলায় মৌলভীবাজার জেলার সাধারণ মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মৌলভীবাজার জেলা পরিষদ এর পক্ষ থেকে জেলার ৭ টি উপজেলায় ৫০ লক্ষ টাকার স্বাস্থ্য সুরক্ষা উপকরন হস্তান্তর করা হয়। সুরক্ষা উপকরনের মধ্যে ছিল, ১ লক্ষ ২০ হাজার টি মাল্টিইউজেবল থ্রি লেয়ার মাস্ক, ৪০ হাজার হ্যান্ড স্যানিটাইজার ও ৪০ হাজার সাবান ।
বুধবার ৫ মে হস্তান্তর ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর আসনের এমপি নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও মিডিয়া) হাসান মোঃ নাসের রিকাবদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।
চলমান করোনা কার্যক্রমে স্থানীয় এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, সাতটি উপজেলার উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা নির্বাহী অফিসার, জেলা পরিষদ সদস্য, উপজেলা ভাইস চেয়ারম্যান, অফিসার্স ইনচার্জ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, পৌরসভা কাউন্সিলরবৃন্দের মাধ্যমে করোনা প্রতিরোধে সম্মুখ যোদ্ধাগন এবং সাধারণ জনগনের মাঝে উক্ত সামগ্রী সমূহ বিতরণ করা হবে।
মন্তব্য করুন