মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে কুলাউড়া থেকে প্রার্থী হচ্ছেন প্রভাষক শাহনাজ বাহার
কুলাউড়া অফিস॥ কুলাউড়ায় প্রভাষক শাহনাজ বাহার একমাত্র নারী প্রার্থী হিসাবে মৌলভীবাজার জেলা পরিষদের ৬নং সাধারন ওয়ার্ডে প্রতিদ্বন্ধিতায় নেমে ব্যাপক আলোচনায় এসেছেন। এলএলবি অধ্যয়ন শাহনাজ বাহার লংলা আধুনিক কলেজে খন্ডকালীন প্রভাষক হিসাবে দায়িত্ব পালন করাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন। তিনি প্রতিদ্বন্ধিতায় নেমে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান। তাঁর স্বামী এস কে লুৎফুর রহমান রাউৎগাও ইউনিয়ন পরিষদের ৩ বারের ইউপি সদস্য,জাসদ ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সিনিয়র সহসভাপতি,লংলা কলেজ ও চৌধুরীবাজার আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির সাবেসক সদস্য এবং একজন বিশিষ্ট ব্যবসায়ী। স্বামীর পরিচিতি এবং নিজের যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শাহনাজ বাহার নির্বাচিত হলে তার নির্বাচনী এলাকা কুলাউড়া পৌরসভাসহ ৫ টি ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎস্বর্গ করবেন বলে জানান। এক প্রতিক্রিয়ায় শাহনাজ বাহার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন, স্পিকার নারী হিসাবে দেশ পরিচালনা করছেন এবং অতীতে করেছেন। তাই নারীরা আজ অনেক এগিয়ে। তাই নারীর ক্ষমতায়নের এ যুগে এখন আর নারীরা পিছিয়ে নেই। তাই সাধারন ওয়ার্ডে আমি প্রার্থী হয়েছি। ইনশাল¬াহ আমি বিজয়ী হলে নারী সমাজের একজন প্রতিনিধি হিসাবে সমাজের উন্নয়নে বলিষ্ট ভূমিকা রাখতে পারব।
মন্তব্য করুন