(ভিডিওসহ) মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন চেয়ারম্যান পদে ১জন ও সদস্য সহ ৩৫ প্রার্থী
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য পদে ২৮ ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৭ জন প্রার্থীসহ মোট ৩৬ জন জমা দেন।
১৫ সেপ্টেম্বর দূপুরে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে বর্তমান জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের কাছে। তিনি একমাত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মসুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, আওয়ামীলীগ নেতা মুহিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যন মোঃ কামাল হোসেন ও এম এ রহিম সিআইপি সহ অন্যন্যরা। এদিকে এম এ রহিম মনোনয়নপত্র কিনলেও দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে মিছবাউর রহমানকে সমর্থন করেন।
নির্বাচনে ৭ উপজেলায় ৩ পদে মোট ৩৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। জেলার ৬৭টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় মোট (নির্বাচকমন্ডলীর সদস্য) ভোটার ৯৫৬ জন।
মন্তব্য করুন