মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচন : ২১ পদে সম্ভাব্য প্রার্থী ১২২ জন

November 25, 2016,

ইমাদ উদ দীন আগামী ২৮ ডিসেম্বর ২০১৬ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফশিলে মনোনয়নপত্র জমার শেষ দিন ১লা ডিসেম্বর। যাচাই বাচাই ৩ ও ৪ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১১ই ডিসেম্বর। প্রতীক বরাদ্ধ ১২ ডিসেম্বর। নির্বাচনী তফশিল ঘোষণার পর সময় নষ্ট করতে চান না প্রার্থীরা। তারা মনোনয়নপত্র  দাখিলের আগেই ছুটছেন ভোটারদের (নির্বাচকমন্ডলীর) বাড়িতে। তাদের আগাম দোয়া আর্শিবাদ নিয়ে এগিয়ে থাকার কৌশলে এখন ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। জেলার ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন, ৫টি পৌরসভা ও ৭টি উপজেলা মিলে গঠন হয়েছে জেলা পরিষদের ১৫টি ওর্য়াড। আর তাতে রয়েছেন ৯৪৩ জন নির্বাচকমন্ডলীর সদস্য যারা ভোট প্রদান করতে পাবেন। ইলেক্ট্ররাল কলেজ পদ্ধতিতে ভোট হওয়ায় নির্দিষ্ট নির্বাচিত জনপ্রতিনিধিরাই ভোট দিবেন ওই সকল প্রার্থীদের। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান একজন, ১৫ জন সদস্য ও সংরক্ষিত আসনের ৫ জন নারী সদস্য নিয়ে গঠন হবে জেলা পরিষদ। চেয়ারম্যান ও সদস্য মিলে এখন পর্যন্ত ২১ পদে ১২২ জন সম্ভাব্য প্রার্থী নির্বাচনী লড়ায়ের অপেক্ষায় মাঠে কাজ করছেন। এ পর্যন্ত  জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম পাওয়া গেছে তারা হলেনঃ-

চেয়ারম্যান পদেঃ-

বর্তমান জেলা পরিষদ প্রশাসক, সাবেক জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ আজিজুর রহমান, সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, যুক্তরাজ্য আওয়ামীলীগের  সহ সভাপতি এম এ রহিম (সিআইপি), জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট মাহবুবুল আল শামীম।

সদস্য পদে :-

১ নং ওর্য়াড: আব্দুল লতিফ,দেলোয়ার হোসেন পাবেল,জাহিদুল ইসলাম মামুন,ইয়াছিন আহমদ,আব্দুল আহাদ,আব্দুস ছত্তার।

২ নং ওর্য়াড: শহিদুল আলম শিমুল,লোকমান আহমদ,সুজিত দাস,ডা: স্বপন চক্রবর্তী,সেলিম উদ্দিন।

৩ নং ওর্য়াড: আজিম উদ্দিন,মো: ফখরুল ইসলাম সনু,সুব্রত দাস শিমুল,জোবায়ের আহমদ জেবুল,আব্দুল কাদির।

৪ নং ওর্য়াড: জাহাঙ্গীর আলম,বদরুল ইসলাম,মো:আব্দুল্লাহ, ইমরুল ইসলাম, জায়েদ আনোয়ার চৌধুরী।

৫ নং ওয়ার্ড: বদরুল ইসলাম বদর, মো:আব্দুল মতলিব,অধ্যাপক সি এম জয়নাল আবেদীন,ময়নূল হক বকুল,দেলোয়ার হোসেন,খুরশেদ আহমদ খান সুইট,ফরিদ আহমদ,বদরুল আলম সিদ্দিকী নানু।

৬ নং ওর্য়াড: খন্দকার মুহিবুর রহমান মলাই,শফিউল আলম সফি, মো: আব্দুস শহিদ,নওয়াব আলী সাজ্জাদ খান,লুৎফুর রহমান, মুহিবুল আজাদ,আব্দুল মানিক,আব্দুল লতিফ।

৭ নং ওর্য়াড: মো: ময়নুল হক মিশু,এডভোকেট জাহাঙ্গীর আলম, সেলিম আহমদ চৌধুরী, এম এ আহাদ, মুহিবুর রহমান আকাশ

৮ নং ওর্য়াড: সাজ্জাদুর রহমান, মোঃ লুৎফুর রহমান গেদু, আজাদুর রহমান আজাদ, রওনক আহমদ অপু, বাবুল হোসেন, ফজর আলী,বদরুল ইসলাম, শিবব্রত চক্রবর্তী।

৯ নং ওর্য়াড: মাহমুদুর রহমান মাহমুদ,আতাউর রহমান সোহেল, শাহাজান তালুকদার, হুমায়ুন কবির,আলাল খান,খালেদ আহমদ

১০ নং ওর্য়াড: এমএমদাদুল হক মিন্টু,মাহমুদ ইয়াজদানী ইমরান,আকবর আলী।

১১ নং ওর্য়াড: হাসান আহমদ জাবেদ,সৈয়দ গৌছুল হোসেন,সুজিত দাস,ইমরান আহমদ।

১২ নং ওয়ার্ড: বিকুল চক্রবর্তী, মোছাব্বির আলী মুন্না, মো: মুমিনুল হোসেন সোহেল, মো: নিয়ামুল হক তরফদার,অমেরেন্দ্র দেবনাথ,রিপন আহমদ,পরিমল দেব,অমল চন্দ।

১৩নং ওয়ার্ড: বদরুজ্জামান সেলিম,লোকমান মিয়া, সাদিক আহমদ, খলিলুর রহমান সেরওয়ান,নাজিম মিয়া,বিকেশ চৌধুরী অপু।

১৪ নং ওয়ার্ড: হেলাল উদ্দিন,গোলাম রব্বানী তৈমুর, আসিদ আলী, খন্দকার আহমদ হোসেন, আব্দুর রশীদ মাখন, সাজ্জাদ পারভেজ মনি।

১৫নং ওর্য়াড: আলহাজ্ব আব্দুন নুর, অধ্যক্ষ বাবুল মোর্শেদ, মহরম আলী বাছিত, মুহিবুর রহমান জয়নাল।

সংরক্ষিত মহিলা  ওর্য়াড নং-

 (১,২ ও ৩ ) সদস্য প্রার্থী এডভোকেট জুবেদা আক্তার,শেলী বেগম।

সংরক্ষিত মহিলা ওয়ার্ড নং-

(৪,৫ ও ৬) শিরিন আক্তার চৌধুরী, জিসান আরা ডলি, আজিবুন নেছা খানম, এডভোকেট ফারহানা বেগম চৌধুরী, শিল্পী বেগম,আমেনা বেগম।

সংরক্ষিত মহিলা ওয়ার্ড নং-

(৭,৮ ও ৯) রাকিবা সুলতানা তালুকদার,মুক্তি চক্রবর্তী।

সংরক্ষিত মহিলা ওয়ার্ড নং-

(১০,১১ ও ১২) রেজিয়া রহমান, সৈয়দা জেরিন আক্তার, সুরাইয়া ইয়াছমিন,মিতালি দত্ত।

সংরক্ষিত মহিলা ওর্য়াড নং-

(১৩,১৪ ও ১৫) তরফদার রেজওয়ানা ইয়াছমিন সুমি, রোকসানা আক্তার সুন্নী,নেত্রী মুন্না রায়, শেলী রানী পাল,মেরী রাল্ফ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com